Song: Ek Din Pakhi Ure Jabe
Singer: Kishore Kumar
Ek Din Pakhi Ure Jabe Lyrics in Bengali
এক দিন পাখী উড়ে,
এক দিন পাখী উড়ে যাবে যে আকাশে
ফিরবে না সে তো আর কারো আকাশে (x2)
এক দিন..
বুকে যেন বাদলের ওই,
মেঘ জমেনা
মন ভেঙ্গে দিতে যেন আর,
ঝড় আসে না
তারে ভেবে কারো চোখে যেন,
জল না আসে, কারো আকাশে।
এক দিন পাখী উড়ে যাবে যে আকাশে
ফিরবে না সে তো আর কারো আকাশে
এক দিন..
উদাসীর বাঁশী আর কেন,
কেউ তো শোনে না
কোনদিন কেউ তার কেন,
মন তো বোঝে না
ঘর ছেড়ে কোনদিন যেন,
শেষে পথে না বসে, পথে না বসে।
এক দিন পাখী উড়ে যাবে যে আকাশে
ফিরবেনা সে তো আর কারো আকাশে
এক দিন..