Song: Ei To Shedin Tumi Amar Kopol Chumi
Singer: Rupankar Bagchi
Ei To Shedin Tumi Amar Kopol Chumi Lyrics in Bengali
এই তো সেদিন তুমি আমার কপোল চুমি
জানালে সহজ করে তোমার তুমি,
এই তো সেদিন তুমি আমার কপোল চুমি
জানালে সহজ করে তোমার তুমি,
আমি তো বিভরতায় হৃদয় বসতি পাই
আমি তো বিভরতায় হৃদয় বসতি পাই
স্বপ্ন পূরণ-ভিতে স্বর্গভূমি।
এইতো সেদিন তুমি আমার কপোল চুমি
জানালে সহজ করে তোমার তুমি।।
অন্তরে অন্তরে এ যেন কোন মন্তরে
অভিমান দূরে সরে অনুরাগ আসে ভরে,
অন্তরে অন্তরে এ যেন কোন মন্তরে
অভিমান দূরে সরে অনুরাগ আসে ভরে,
বুকেরও কান্না হেসে, প্রাণেরও ঝর্ণা মেশে
বুকেরও কান্না হেসে, প্রাণেরও ঝর্ণা মেশে
আসলে সহজ তুমি, পেলাম আমি।
এই তো সেদিন তুমি আমার কপোল চুমি
জানালে সহজ করে তোমার তুমি।।
চমক জাগিল প্রাণে, আকাশ ভরলো গানে
মনেরও মেঘেরও কাশে শরৎ নীল পূজো আসে,
চমক জাগিল প্রাণে, আকাশ ভরলো গানে
মনেরও মেঘেরও কাশে শরৎ নীল পূজো আসে,
হৃদয় মথিত প্রেমে, স্বর্গ আসে যে নেমে
হৃদয় মথিত প্রেমে, স্বর্গ আসে যে নেমে
এভাবে যে খুঁজে নিলাম আমার আমি।
এই তো সেদিন তুমি আমার কপোল চুমি
জানালে সহজ করে তোমার তুমি,
আমি তো বিভরতায় হৃদয় বসতি পাই
আমি তো বিভরতায় হৃদয় বসতি পাই
স্বপ্ন পূরণ-ভিতে স্বর্গভূমি।
এই তো সেদিন তুমি আমার কপোল চুমি
জানালে সহজ করে তোমার তুমি।।