Song: E Mon Byakul Jokhon Tokhon
Singer: Nachiketa Chakraborty
E Mon Byakul Jokhon Tokhon Lyrics in Bengali
এ মন ব্যাকুল যখন তখন,
এ মন ব্যাকুল যখন তখন
ডেকে যায় বারে বারে,
এ মন ব্যাকুল যখন তখন
ডেকে যায় বারে বারে,
তবু স্তব্ধতা এসে ধরা
দেয় আমার বীণার তারে।
এ মন ব্যাকুল যখন তখন
ডেকে যায় বারে বারে,
এ মন ব্যাকুল যখন তখন
ডেকে যায় বারে বারে,
তবু স্তব্ধতা এসে ধরা
দেয় আমার বীণার তারে।
জানি না, জানি না, জানি না কি কারণ
জানি না, জানি না, জানি না কি কারণ
এ মন কেন দেয় নাকো সাড়া
মানে না বারণ, মন
কেন দেয় নাকো সাড়া মানে না বারণ, মন
জানি না, জানি না, জানি না কি কারণ।
শুধু ভাবনারা মেলে ডানা।
কে জানে আজ কেন মন,
কে জানে আজ কেন মন
দূর আকাশ ছুঁতে চায়,
কে জানে আজ কেন মন
দূর আকাশ ছুঁতে চায়,
তবু দু’পায়ে কিসের বাঁধা
যেনো থমকে দাড়াঁয়।
কে জানে আজ কেন মন
দূর আকাশ ছুঁতে চায়,
তবু দুপায়ে কিসের বাঁধা
যেনো থমকে দাড়াঁয়।
জানি না, জানি না, জানি না কি কারণ
জানিনা, জানিনা, জানিনা কি কারণ
এ মন কেন দেয় নাকো সাড়া
মানে না বারণ, মন
কেন দেয় নাকো সাড়া মানে না বারণ, মন
জানিনা জানিনা জানিনা কি কারণ..