Song: Dub Sagore Amar Mon
Singer: Srikanto Acharya
Dub Sagore Amar Mon Lyrics in Bengali
ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,
ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,
তলাতল পাতাল খুঁজলে
তলাতল পাতাল খুঁজলে,
পাবি রে প্রেম রত্ন ধন
পাবি রে প্রেম রত্ন ধন,
ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,
ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন।।
খোঁজ-খোঁজ-খোঁজ খুঁজলে পাবি
হৃদয়-মাঝে বৃন্দাবন,
খোঁজ খোঁজ খোঁজ খুঁজলে পাবি
হৃদয় মাঝে বৃন্দাবন,
দীপ-দীপ-দীপ জ্ঞানের বাতি
দীপ-দীপ-দীপ জ্ঞানের বাতি,
হৃদে জ্বলবে অনুক্ষণ
হৃদে জ্বলবে অনুক্ষণ,
ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,
ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,
তলাতল পাতাল খুঁজলে
তলাতল পাতাল খুঁজলে,
পাবি রে প্রেম রত্ন ধন
পাবি রে প্রেম রত্ন ধন,
ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,
ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন।।
ড্যাং ড্যাং ড্যাং ডাঙায় ডিঙে
চালায় আবার সে কোন জন?
ড্যাং ড্যাং ড্যাং ডাঙায় ডিঙে
চালায় আবার সে কোন জন?
কুবীর বলে, “শোন শোন শোন”
কুবীর বলে, “শোন শোন শোন”
ভাব গুরুর শ্রীচরণ
ভাব গুরুর শ্রীচরণ,
ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,
ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,
তলাতল পাতাল খুঁজলে
তলাতল পাতাল খুঁজলে,
পাবি রে প্রেম রত্ন ধন
পাবি রে প্রেম রত্ন ধন,
ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,
ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন
ডুব-ডুব-ডুব ডুব সাগরে আমার মন।।