Song: Chupi Chupi Raat
Singer: Rupankar Bagchi
Chupi Chupi Raat Lyrics in Bengali
চুপি চুপি রাত যায়রে চলে
কি জানি কি যায় সে বলে
আজ বুঝি আর ঘুম আসবে না (x2)
তারাদের সাথে তারা গুনি,
শূন্যের বুকে স্বপ্ন বুনি,
ওগো চাঁদ ছেড়ে যেওনা ..
রাতের এ আড়ালে, চোখে ভিজে গেলে
জানবে না কেউ, লজ্জা পেলে
মন মরে ভালবাসা মরে না
গত কাল পিছু ডাকা ছাড়ে না
ওগো চাঁদ ছেড়ে যেওনা ..
ও.. চুপি চুপি রাত যায়রে চলে
কি জানি কি যায় সে বোলে
আজ বুঝি আর ঘুম আসবে না।
হাতের আঙুলে, ঠোঁটে আর গালে
লেগে আছ তুমি, ভুলি কোন ভুলে (x2)
জানি আসবে না ঘুম এই রাতে
মন দিয়েছি তাই হাওয়াতে,
আসবে না ঘুম এই রাতে
মন দিয়েছি তাই হাওয়াতে
ওগো চাঁদ ছেড়ে যেওনা।
চুপি চুপি রাত যায়রে চলে
কি জানি কি যায় সে বলে
আজ বুঝি আর ঘুম আসবে না
তারাদের সাথে তারা গুনি
শূন্যের মাঝে স্বপ্ন বুনি
ওগো চাঁদ ছেড়ে যেওনা।
যেওনা.. যেওনা।