Song: Chup Kotha
Singer: Imran Mahmudul & Anishaa
Chup Kotha Lyrics in Bengali
যদি একদিন দুজনে ভেসে ভেসে যাই উজানে,
পাখি হয়ে যাই কুজনে, তুমি আমি আর মন জানে
যদি চাও হাতে যদি নাও, মন রা যে সব পাতালে
যদি চাও খুব কাছে নাও, হোক আড়ালে।
চুপকথা সব বৃষ্টি হয়ে ছুঁয়ে যাক না
রূপকথা সব তোমাতে ছুঁয়ে থাক না
নীরবতা সব আজ আদোরে হারাবো।
তোমার আঙুলে খোলা চুলে,
রোজ হারাই নিজেকে বিলাই
তোমাকে চাই আর কিছু মানি না..
তোমায় পেয়ে তোমাকে চেয়ে,
সময় কাটাই নিজেকে হারাই
তোমাকে চাই আর কিছু জানি না..