Bornoporichoy Lyrics in Bengali |বর্ণপরিচয় লিরিক্স

Song: Bornoporichoy
Singer: Dibyendu Mukherjee

Bornoporichoy Lyrics in Bengali

আজ স্নায়ু তে ওঠে ঢেউ
রেখে গেছে কি কেউ,
দেয়ালে কার পায়ের ছাপ?

কাজ করে যেতে হবেই
নিজের নিয়মে।

আমাকে লোকে বলে খারাপ
কার কামনা ভেসে যায়
গন্ধে চিনে নেয় ঠিকানা আমার।

এখানে পুড়ছে রাখ আর
জ্বলছে সবার চোখ
মানুষের বোমি মানুষ গিলছে
দেবতারা বলছে শ্লোক।
শ্বাস প্রশ্বাসে দূষণ বাড়ছে
ক্রমে করাত কাটছে হাড়
হামাগুড়ি দেয় সমাজ
এখনো কে করবে পরিস্কার?

আজ আর বেশি কথা নয়
বর্ণপরিচয়..

Share with your friends

Leave a Comment