Song: Bondhu tomar sathe aari
Singer: Shreya Ghoshal & Jeet Gannguli
Bondhu tomar sathe aari Lyrics in Bengali:
বন্ধু তোমার সাথে আড়ি
আড়ি আড়ি, আড়ি আড়ি
বড্ড তোমার তাড়াতাড়ি
আড়ি আড়ি, আড়ি আড়ি
তুমি থাকোনা অবেলায়
আমি একা জানলায়
সন্ধ্যের আগে সূর্যের মতো
পশ্চিমে দাও পাড়ি
আড়ি আড়ি আড়ি আড়ি…
বন্ধু মানে একটু পাশে থাকা
বন্ধু মানে হাতে হাত রাখা
বন্ধু মানেই অবুঝ অভিমানী
তবুও বন্ধু কারণ
বন্ধু জানি
বন্ধু মানেই এলোমেলো পথ চলা
বন্ধু মানেই বলা বলা, না বলা
বন্ধু মানেই একটু বাড়াবাড়ি
তাই তুমি নেই বলে
চোখ ভারি
আড়ি আড়ি, আড়ি আড়ি…
বন্ধু নামের কোনো পদবী নেই
বন্ধুর ঠিকানা হাত বাড়ালেই
বন্ধু ডালের ফাঁকে পাখির বাসা
বন্ধু মানে ভালোবাসা, মন্দ বাসা
বন্ধু পাতায় যেন শিশির জমা
বন্ধু একটা ভুলের একশো ক্ষমা
বুকের বাঁ পাশে বন্ধুর বাড়ি
বন্ধু তুমি ফিরে এসো তাড়াতাড়ি
আড়ি আড়ি আড়ি আড়ি…