Song: BHALOBESHE EIBAR
Singer: Hridoy Khan
BHALOBESHE EIBAR Lyrics in Bengali
ভালোবেসে এই বার আয় কাছে তুই,
সব ভুলে এক বার আয় তোকে ছুঁই
ভালোবেসে দুজনে ডুবেছি অতল,
আয় তবে এই বার ভালোবাসি চল।
কে আছে বল তোরি মত এমন,
কে বোঝে বল, বোঝে আমার এ মন।
ভালোবেসে এই বার আয় কাছে তুই,
সব ভুলে এক বার আয় তোকে ছুঁই
ভালোবেসে দুজনে ডুবেছি অতল,
আয় তবে এই বার ভালোবাসি চল।
দুচোখে তোর, তুলে দেবো,
স্বপ্ন আর আমারি ঘর
কথা দিলাম, মেঘে মেঘে,
হয়ে যাবে আমি যে তোর।
কে আছে বল তোরি মত এমন,
কে বোঝে বল, বোঝে আমার এ মন।
ভালোবেসে এই বার আয় কাছে তুই,
সব ভুলে এক বার আয় তোকে ছুঁই
ভালোবেসে দুজনে ডুবেছি অতল,
আয় তবে এই বার ভালোবাসি চল।
দুপায়ে তোর এনে দেব,
পৃথিবী আর চাঁদের শহর
কথা দিলাম চাইলে তুই,
সূর্যটাও হবে যে তোর।
কে আছে বল তোরি মত এমন,
কে বোঝে বল, বোঝে আমার এ মন।
ভালোবেসে এই বার আয় কাছে তুই,
সব ভুলে এক বার আয় তোকে ছুঁই
ভালোবেসে দুজনে ডুবেছি অতল,
আয় তবে এই বার ভালোবাসি চল।