Song: Bhalobasa Haat Baralo
Singer: Shaan & Shreya Ghoshal
Lyricist : Gautam Sushmit
Bhalobasa Haat Baralo Lyrics in Bengali:
ভালোবাসা হাত বাড়ালো
ভালোবাসা হাত বাড়ালো
লাগলো চোখে শুধু তোমার নেশা, নেশা, নেশা
এক পলকে কি যে হলো
বদলে গেল আজ প্রাণের ভাষা, ভাষা, ভাষা
মন জানিয়ে দিল, তোমায় বেসেছি ভালো
মন জানিয়ে দিল, তোমায় বেসেছি ভালো
একটু একটু করে হলো শুরু
চুপি চুপি মনে দুরু দুরু
একটু একটু করে হলো শুরু
চুপি চুপি মনে দুরু দুরু
লাগেনা যে কাজে মন
এ আমার কি যে হলো
মন জানিয়ে দিল, তোমায় বেসেছি ভালো
মন জানিয়ে দিল, তোমায় বেসেছি ভালো
হালকা হালকা ভালো লাগা থেকে
কখন মনে তোমায় নিলাম এঁকে
হালকা হালকা ভালো লাগা থেকে
কখন মনে তোমায় নিলাম এঁকে
জীবনের চাওয়া পাওয়া সবই আজ সত্যি হলো
মন জানিয়ে দিল, তোমায় বেসেছি ভালো
মন জানিয়ে দিল, তোমায় বেসেছি ভালো
ভালোবাসা হাত বাড়ালো
লাগলো চোখে শুধু তোমার নেশা, নেশা, নেশা
এক পলকে কি যে হলো
বদলে গেল আজ প্রাণের ভাষা, ভাষা, ভাষা
মন জানিয়ে দিল, তোমায় বেসেছি ভালো
মন জানিয়ে দিল, তোমায় বেসেছি ভালো