Ashkara Lyrics in Bengali |আশকারা লিরিক্স

Song: Ashkara
Singer: Rupam Islam

https://youtu.be/d-6i-HSXQrU

Ashkara Lyrics in Bengali

ও.. পিছলা আকাশ শুকনা মাটি
শ্যাওলা মনে কেমনে হাঁটি,
শরীর বোঝে শীতল পাটি
আমার মাথায় অচিন পাখি।

কিছু নষ্ট বিকেলে দিক ভ্রষ্ট হয়ে যায় পাখিরা
একটি বিশেষ বৃক্ষতে একলা পড়ে যায় বাকিরা,
ভিজতে গিয়ে মাঝ রাতে শুকিয়ে যাচ্ছে দেহটা
আলোর মধ্যে আপনজন তবু প্রশ্ন জাগে কে ওটা?

গ্রীষ্মকালে তুষারপাত এ কি কান্ড হচ্ছে বল দেখি
দাড়ি পাল্লাও বুঝছেনা
কে যে হাল্কা কার ওজন বেশি,
আমি বুঝি আমাকে বৃষ্টির দাগ লেগে জামাতে
ছুটতে গিযে হোঁচট খাই তবু মন চাইছে না থামাতে।
ও ও হো …

তোমারই আস্কারায় মাছেরা আঁশ ছাড়ায়
নতুন ব্যাকরনে তুমি নতুন কোন এক অবতার,
দুপাশে লাল জলে, দু’পা আজকাল টলে
দাঁড়িয়ে মাঝখানে তুমি ভাবো তুমি কার?

তবু ভাবছি প্রেক্ষাপট বিষ যন্ত্র মিসছে প্রতীক্ষায়
ফল বেরিয়ে যাবার পর ফের বসতে হচ্ছে পরীক্ষায়,
তোমার মতো আমিও তাই সাবধানে পা নামিও
বৃষ্টিপাতের সূত্রপাত কোথায় তা ভেবে জানিও।
ও ও হো ..

মিথ্যে আলোর এ কার বাড়ি?
হাওয়ায় ভাসা বেদরকারি
মেঘের নিচেও মেঘের সারি
অচিনপুরে দিলেম পাড়ি।

Share with your friends

Leave a Comment