Song: Ami Sei Desh Khujechi Koto
Singer: Srikanto Acharya
Ami Sei Desh Khujechi Koto Lyrics in Bengali
আমি সেই দেশ খুঁজেছি কত
যেখানে বাঁচবে সবাই,
বাঁচবে রাজার মত,
এ জীবন বইছে আমায় যত
মাটি তার ডাকছে আমায়
ডাকছে মায়ের মত।
আমি সেই দেশ খুঁজেছি কত
যেখানে বাঁচবে সবাই,
বাঁচবে রাজার মত।।
আমি সেই নষ্ট সময়, মুঠোর দাবি
কি যেন খুলতে চাওয়া ঘরের চাবি,
আমি সেই নষ্ট সময়, মুঠোর দাবি
কি যেন খুলতে চাওয়া ঘরের চাবি,
আমি সেই স্মৃতির শহর
আমি সেই স্মৃতির শহর রাত্রি জাগা,
দেখেছি শেষ তারাটার মত।
আমি সেই দেশ খুঁজেছি কত
যেখানে বাঁচবে সবাই,
বাঁচবে রাজার মত।।
আজও কি বর্ণমালায় কান্না এত?
বুলেটের শব্দ মাপে বুকের ক্ষত,
আজও কি বর্ণমালায় কান্না এত?
বুলেটের শব্দ মাপে বুকের ক্ষত,
আজও কি হাঁটছে মিছিল,
আজও কি হাঁটছে মিছিল স্বপ্নে দেখা
রেখেছি প্রশ্ন অবিরত।
আমি সেই দেশ খুঁজেছি কত
যেখানে বাঁচবে সবাই,
বাঁচবে রাজার মতো,
এ জীবন বইছে আমায় যতো
মাটি তার ডাকছে আমায়
ডাকছে মায়ের মতো,
যেখানে বাঁচবে সবাই
বাঁচবে নিজের মত,
যেখানে বাঁচবে সবাই,
বাঁচবে রাজার মত।।