Song :Amar Praner Pore
Singer: Jayati Chakraborty
Lyricist : Rabindranath Tagore
Amar Praner Pore Lyrics in Bengali:
আমার প্রাণের পরে চলে গেল কে
বসন্তের বাতাসটুকুর মতো,
সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে,
ফুল ফুটিয়ে গেল শত শত।
সে চলে গেল, বলে গেল না
সে কোথায় গেলো ফিরে এলো না।
সে যেতে যেতে চেয়ে গেল,
কী যেন গেয়ে গেল।
তাই আপন মনে বসে আছি কুসুম-বনেতে,
তাই আপন মনে বসে আছি কুসুম-বনেতে।
সে ঢেউয়ের মতন ভেসে গেছে,
চাঁদের আলোর দেশে গেছে।
যেখান দিয়ে হেসে গেছে,
হাসি তার রেখে গেছে রে।
মনে হল আঁখির কোণে,
আমায় যেন ডেকে গেছে সে।
আমি কোথায় যাব, কোথায় যাব,
ভাবতেছি তাই একলা বসে।
সে চাঁদের চোখে বুলিয়ে গেল
ঘুমেরও ঘোর।
সে প্রাণের কোথায় দুলিয়ে গেল
ফুলেরও ডোর।
কুসুমবনের উপর দিয়ে
কী কথা সে বলে গেল,
ফুলের গন্ধ পাগল হয়ে
সঙ্গে তারি চলে গেল।
হৃদয় আমার আকুল হল,
নয়ন আমার মুদে এলে রে..
কোথা দিয়ে কোথায় গেল সে,
আমার প্রাণের পরে চোলে গেলো কে।