Song: Amar Moner Gobhire
Singer: Rupankar Bagchi
Amar Moner Gobhire Lyrics in Bengali
আমার মনের গভীরে
ডুব দিয়ে দেখ,
শুধু আছিস তুই, আর আছি আমি।
তোর প্রেমের শহরে
আমি বলছি বেঘোরে,
আমার তুই টা, বড্ড বেশি দামী।।
স্বপ্নে, তোর আনাগোনা
তোকে নিয়ে যত প্রেমের জালবোনা,
স্বপ্নে, তোর আনাগোনা
তোকে নিয়ে যত প্রেমের জালবোনা,
তোর হাতটা ধরে প্রেমের পারে
পাড়ি দিতে চাই,
তোকে সঙ্গে নিয়ে শহর জুড়ে শুধু
প্রেমেরই গান গাই।
আমার মনের গভীরে
ডুব দিয়ে দেখ,
শুধু আছিস তুই, আর আছি আমি।
তোর প্রেমের শহরে
আমি বলছি বেঘোরে,
আমার তুই টা, বড্ড বেশি দামী।।
বৃষ্টি, ভেজা বিকেলে
ভিজে যাওয়া তোর চুল আর সেই আঁচলে,
রাগে আর অনুরাগে
ভেজা ভেজা কত প্রেমের জল্পনাতে,
আর কল্পনাতে থাকছি সাথে
হচ্ছি এক দুই,
তোর প্রেমের ঝড়ে যাচ্ছি উড়ে
সঙ্গে থাকবি তুই।
আমার মনের গভীরে
ডুব দিয়ে দেখ,
শুধু আছিস তুই, আর আছি আমি।
তোর প্রেমের শহরে
আমি বলছি বেঘোরে,
আমার তুই টা, বড্ড বেশি দামী।।