Song: Amar Desh
Singer: Nachiketa Chakraborty
Amar Desh Lyrics in Bengali
আমার ভাষার উপর যদি কারো
চলে দখলদারি,
আমি কিন্তু আঙ্গুল তুলে
প্রশ্ন করতে পারি,
আমার মাটির উপর কাঁটাতারের
ছায়াও যদি পড়ে,
আজ আর আমি মুঠো তুলে
বলবো সমস্বরে –
চোখ রাঙ্গানো অত সহজ নয়।
আমি পাবোনা পাবোনা
আমি পাবোনা আর ভয়,
স্বপ্নে আমি সকাল দেখি
দেখি রাতের শেষ,
স্বপ্নে আমি সকাল দেখি
দেখি রাতের শেষ,
এটাই আমার জন্মভূমি
এটাই আমার দেশ …
এটাই আমার জন্মভূমি
এটাই আমার দেশ,
এটাই আমার জন্মভূমি
এটাই আমার দেশ।
আমার মাটি, আমার ধান
আমার কণ্ঠ, আমার গান,
আমার আকাশ, আমার ঘর
আমার যদি, আমার চর,
মানুষ শুধুই মানুষ চেনে
যতই চেনা জাত,
মানুষ শুধুই মানুষ চেনে
যতই চেনা জাত,
এই ঘরেতেই লালন আছে
আর রবীন্দ্রনাথ,
এই ঘরেতেই লালন আছে
আর রবীন্দ্রনাথ,
চোখ রাঙানো এতো সহজ নয়।
আমি পাবোনা পাবোনা
আমি পাবোনা আর ভয়।।
স্বপ্নে আমি সকাল দেখি
দেখি রাতের শেষ,
স্বপ্নে আমি সকাল দেখি
দেখি রাতের শেষ,
এটাই আমার জন্মভূমি
এটাই আমার দেশ …
এটাই আমার জন্মভূমি
এটাই আমার দেশ,
এটাই আমার জন্মভূমি
এটাই আমার দেশ ….