Song: Amader Surjo Merun
Singer: Arijit Singh
Music : Mayukh-Moinak
Lyricist : Sumanta Choudhury
Amader Surjo Merun Lyrics in Bengali
আমাদের সূর্য মেরুন
নাড়ির যোগ সবুজ ঘাসে,
আমাদের খুঁজলে পাবে
সোনায় লেখা ইতিহাসে।
আমাদের রক্তে খেলা
খেলার ছলে বিপ্লবীবেশ,
আমরাই কখনও মুখ
কখনও দল, কখনও দেশ..
কখনও দেশ..
জন্মেছি মাথায় নিয়ে খেলোয়াড়ি পরোয়ানা
বুকের এই কলজে বলে
লড়াই করো হার না মানা।
দেখো ওই ওড়ে নিশান
খেলার আকাশ ছোঁয়ার সোপান,
আমরাই মোহনবাগান, মোহনবাগান ..
বেপরোয়া খেলার সাহস
খেলার বিবেক খেলার নবাব,
আমরাই ভিনদেশীদের
বিরুদ্ধে এই দেশের জবাব।
সাগরের উথাল-পাথাল বুকেও এই নৌকা চলে
কত ঝর বিবাদ সামাল
ভিতে খেলাই কথা বলে.. কথা বলে..
জন্মেছি মাথায় নিয়ে খেলোয়াড়ি পরোয়ানা
বুকের এই কোলজে বলে
লড়াই করো হার না মানা।
আমাদের তূনের ভেতর
সবুজ মেরুন এক ঝাঁক বান,
আমরাই মোহনবাগান, মোহনবাগান..