Song: Amader Kothagulo
Singer : Somlata Acharyya Chowdhury
Lyrics : Prasen
Amader Kothagulo Lyrics in Bengali
আমাদের কথা গুলো
এই দেখোনা মিলে গেল,
আমাদের ব্যথা গুলো
কোথায় মিলিয়ে গেল।
না না নানা না না..
আমাদের কথাগুলো
এই দেখোনা মিলে গেল,
আমাদের ব্যথাগুলো
কোথায় মিলিয়ে গেল।
অযথাই, আবেশে
তোমাকে ভালো না বেসে,
খামোখাই, ফিরে যাই
তোমারই নিরুদ্দেশে।
আমি আজ ঘরে ফিরবো কি ফিরবো না
জানিয়ে দাও আমায়,
আজ লাস্ট ট্রেন ধরবো কি ধরবো না
জানিয়ে দাও আমায়।
না না নানা না না ..
ও মায়াবী কন্যে
তোমার তোমারই জন্যে,
এই পোড়া অরণ্যে এসেই যখন পড়েছি।
তোমাকেও নিয়ে যাবো
তোমাকেও পাল্টে দেবো,
তুমি অচেনা বিষম খাবে
আমি এসেই যখন পড়েছি।
ও মায়াবী কন্যে
শুধু তোমার তোমারই জন্যে,
এই পোড়া অরণ্যে এসেই যখন পড়েছি।
তোমাকেও নিয়ে যাবো
তোমাকেও পাল্টে দেবো,
তুমি অচেনা বিষম খাবে
আমি এসেই যখন পড়েছি।
অযথাই, আবেশে
তোমাকে ভালো না বেসে,
খামোখাই, ফিরে যাই
তোমারই নিরুদ্দেশে।
আমি আজ ঘরে ফিরবো কি ফিরবো না
জানিয়ে দাও আমায়,
আজ লাস্ট ট্রেন ধরবো কি ধরবো না
জানিয়ে দাও আমায়।
না না নানা না না ..