Song: Amader Dujoner Jiboner Kichu Din
Singer: Rupankar Bagchi
Amader Dujoner Jiboner Kichu Din Lyrics in Bengali
আমাদের দুজনের জীবনের কিছুদিন
স্বপ্নের কিছু রঙ মিলেমিশে একাকার।
কিছু আলো ছায়া তাই, ভাগ করে নিতে চাই
পাওয়া আর না পাওয়ার হিসেবের দায় নেই,
আমাদের দুজনের জীবনের কিছুদিন,
কিছুদিন, কিছুদিন।
উচ্ছাস আছে আমাদের হতাশার কিছু গল্প
ফেলে আশা অন্ধকারে কুয়াশাও আছে অল্প,
কুয়াশাও আছে অল্প, কুয়াশাও আছে অল্প।
আ.. আ..
দিনান্তে ঘরে ফিরবো ভাত ফুটবে এক পাত্রে
কবিতার কিছু ছন্দ থাক জীবনের প্রতি ছত্রে,
আমাদের দুজনের জীবনের কিছুদিন।
পায়ে পায়ে আছে জড়িয়ে জীবনের দ্বিধা দ্বন্দ্ব
পালকের মতো হালকা হোক জীবনের ভালো মন্দ,
জীবনের ভালো মন্দ, জীবনের ভালো মন্দ।
আ.. আ..
দিনান্তে ঘরে ফিরবো ভাত ফুটবে এক পাত্রে
কবিতার কিছু ছন্দ থাক জীবনের প্রতি ছত্রে,
আমাদের দুজনের জীবনের কিছুদিন
স্বপ্নের কিছু রঙ মিলেমিশে একাকার।
কিছু আলো ছায়া তাই, ভাগ করে নিতে চাই
পাওয়া আর না পাওয়ার হিসেবের দায় নেই,
আমাদের দুজনের জীবনের কিছুদিন,
কিছুদিন, কিছুদিন।