Song: Agomonir Gaan
Singer: Anupam Roy
Agomonir Gaan Lyrics in Bengali
বহুদিন ধরে ফেরা হয়নি ঘরে
আমি দূর প্রবাসে পড়ে রই,
জানিনা কবে কিভাবে জড়িয়ে গেছি
ভাবি এবার নিজেকে ছাড়াবোই।
এখনো বুকে সেই নদী বয়ে চলে আর
মনে পড়ে যায়,
গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভোলায় রে।
আগমনী সুর আমি শুনেছি, শুনেছি আমি
কাশবনে এসেছি হৃদয় ফেলে।
আমি ফিরছি ঘরে,
জাগো শক্তি, জাগো স্বপ্ন,
জাগো, জাগো উমা,
জাগো স্পর্ধা, জাগো ইচ্ছে,
জাগো, জাগো উমা,
জাগো বিস্ময়, জাগো স্পন্দন,
জাগো জাগো উমা।
নিজের ভেতর আমি গুমরে মরি
যেন ঝড় এসেও আসেনি,
অচেনা পথে আমি ক্লান্ত ভীষণ
যেন নিজেই নিজেকে চিনিনি।
এখনো বুকে সেই নদী বয়ে চলে আর
কে যেন শোনায়,
আমার ঘরের চাবি, চাবি পরেরও হাতে
আমার ঘরের চাবি, চাবি পরেরও হাতে।
আগমনী সুর আমি শুনেছি, শুনেছি আমি
কাশবনে এসেছি হৃদয় ফেলে।
আমি ফিরছি ঘরে,
জাগো শক্তি, জাগো স্বপ্ন,
জাগো, জাগো উমা,
জাগো স্পর্ধা, জাগো ইচ্ছে,
জাগো, জাগো উমা,
জাগো বিস্ময়, জাগো স্পন্দন,
জাগো জাগো উমা।