Song: Aaj Shraboner Batash Buke
Singer: Rupankar Bagchi
Aaj Shraboner Batash Buke Lyrics in Bengali
আজ শ্রাবনের বাতাস বুকে
এ কোন সুরে গায়
আজ বরষা নামলো সারা
আকাশ আমার পায়। (x2)
আজ শুধু মেঘ সাজাই মেঘে
আজ শুধু মেঘ বুকে
আজ শুধু বিষ ঢালবে আকাশ
বিষ মেশানোর সুখে (x2)
দাও ঢেলে দাও যে প্রেম আমার
হৃদয় জ্বলে যায়..
আজ বরষা নামলো সারা
আকাশ আমার পায়।
দিগন্ত-লীন মাঠের ওপর
থাকছি আমি শুয়ে
এই কপালের সমস্ত তাপ বর্ষা দেবে ধুয়ে (x2)
এর বেশি কি পাওয়ার থাকে
এর বেশি কে চায়
আজ বরষা নামলো সারা
আকাশ আমার পায়।
আজ শ্রাবনের বাতাস বুকে
এ কোন সুরে গায়
আজ বরষা নামলো সারা
আকাশ আমার পায়।