Song: Besh Toh
Singer: Shreya Ghoshal
Music & Lyrics: Rana Mazumder
Besh Toh Lyrics in Bengali:
সোনালী সকাল রোদ্দুর
সাথে আছিস তুই
বেশ তো
মনে আজ প্রজাপতির ঝাঁক
উড়ছে যে শুধুই
বেশ তো
শিউলি ফুল, জল নুপুর
ভালোবাসার স্রোতে হারাব দু’কূল
বেশ তো…বেশ তো
কত কথা গুছিয়ে রেখেছি মনে
তোকে পেলে বলে দেব মন খুলে
কথাগুলো ওড়াবো হাওয়ায়
তুই শুনবি, আমি দেখব
বেশ তো…বেশ তো
সোনালী সকাল রোদ্দুর
সাথে আছিস তুই
বেশ তো…বেশ তো
আজ মন নিষেধের ডানা মিলে
তোকে সাথে নিয়ে যাবে রসাতলে
তোর আগুনে আজ পোড়াব আমায়
ভালোবাসি আজ খুলে বলবো
বেশ তো…বেশ তো
সোনালী সকাল রোদ্দুর
সাথে আছিস তুই
বেশ তো
মনে আজ প্রজাপতির ঝাঁক
উড়ছে যে শুধুই
বেশ তো