Song: Kachhe Thako
Singer: Papon & Shreya Ghoshal
Kachhe Thako Lyrics in Bengali:
আজ আবার ভেসেছে জাহাজ
মায়াবী দেশ
আজ আবার করেছি অকাজ
আদর অভ্যেস
এক থেকে দুই
দুই থেকে তিন
পাগলের সংসার রঙিন
তিন থেকে চার
কে হবে কার
ফিউচার যে বড়ই কঠিন
আজ আবার ছুঁয়েছি দুজন
জিওন কাঠি
আর জীবন পরেছে রোদের
গয়নাগাটি
যদি যাই হাওয়ায় ভেসে
হারিয়ে নিরুদ্দেশে
হাওয়ায় দুলছে শহর
প্লিজ আর একটু কাছে থাকো
প্লিজ আর একটু কাছে থাকো…