Song: Mone Rekho Amar E Gaan
Singer: Shreya Ghoshal
Mone Rekho Amar E Gaan Lyrics in Bengali:
মনে রেখো আমার এ গান
শুধু মনে রেখো আমার এ গান
কত যে কথা, মনে লুকোনো
হয়নি তোমাকে আজও শোনানো
বলে যায় আমার এ গান
আজ বলে যায় আমার এ গান
মনে রেখো আমার এ গান
শুধু মনে রেখো আমার এ গান
তুমি কি জানো কেউ আড়ালে বসে
তোমাকে জীবন দিয়ে ভাল সে বাসে
তার মনের যত কথা
আর গোপন প্রেমের ব্যথা
বলে যায় আমার এ গান
আজ বলে যায় আমার এ গান
মনে রেখো আমার এ গান
শুধু মনে রেখো আমার এ গান
যদি গো তোমায় বলি আমি কার নাম
তুমি কি বাসবে ভাল, দেবে তার দাম
কত আশায় কাঁদে প্রাণ
কত নীরব অভিমান
বলে যায় আমার এ গান
আজ বলে যায় আমার এ গান
মনে রেখো আমার এ গান
শুধু মনে রেখো আমার এ গান