Song :Khanchar pakhi chilo
Singer: Nikhita Gandhi
Lyricist : Rabindranath Tagore
Khanchar pakhi chilo Lyrics in Bengali:
খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে,
বনের পাখি ছিল বনে।
একদা কী করিয়া মিলন হলো দোঁহে,
কী ছিল বিধাতার মনে।
বনের পাখি বলে, খাঁচার পাখি ভাই,
বনেতে যাই দোঁহে মিলে।
খাঁচার পাখি বলে, বনের পাখি আয়,
খাঁচায় থাকি নিরিবিলে।
বনের পাখি বলে, না,
আমি শিকলে ধরা নাহি দিব।
খাঁচার পাখি বলে, হায়,
আমি কেমনে বনে বাহিরিব।
বনের পাখি গাহে বাহিরে বসি বসি
বনের গান ছিল যত,
খাঁচার পাখি গাহে শিখানো বুলি তার
দোঁহার ভাষা দুইমত।
বনের পাখি বলে খাঁচার পাখি ভাই,
বনের গান গাও দেখি।
খাঁচার পাখি বলে, বনের পাখি ভাই,
খাঁচার গান লহো শিখি।
বনের পাখি বলে, না, আমি শিখানো গান নাহি চাই।
খাঁচার পাখি বলে, হায় আমি কেমনে বনগান গাই।
বনের পাখি বলে, আকাশ ঘন নীল
কোথাও বাধা নাহি তার।
খাঁচার পাখি বলে, খাঁচাটি পরিপাটি
কেমন ঢাকা চারিধার।
বনের পাখি বলে, আপনা ছাড়ি দাও
মেঘের মাঝে একেবারে।
খাঁচার পাখি বলে, নিরালা কোণে বসে
বাঁধিয়া রাখো আপনারে।
বনের পাখি বলে, না, সেথা কোথায় উড়িবারে পাই
খাঁচার পাখি বলে, হায় মেঘে কোথায় বসিবার ঠাঁই।
এমনি দুই পাখি দোঁহারে ভালোবাসে,
তবুও কাছে নাহি পায়।
খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে,
নীরবে চোখে চোখে চায়।
দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে,
বুঝাতে নারে আপনায়।
দুজনে একা একা ঝাপটি মরে পাখা
কাতরে কহে, কাছে আয়।
বনের পাখি বলে না, কবে খাঁচায় রুধি দিবে দ্বার
খাঁচার পাখি বলে হায়, মোর শকতি নাহি উড়িবার।