Song: Bhorer Alor Rekha
Singer : Anupam Roy And Amrita De
Lyrics : Raj Sen
Bhorer Alor Rekha Lyrics in Bengali
জনিতা চ্ উপনেতা চ্
এয়েস্তু বিদ্যা প্রয়াচ্চ্ছাতি।
অন্যদাতা ভায়াত্রাতা
পঞ্চাইতে পিতারাঃ স্তিথা।।
ভোরের আলোর রেখা
প্রথম তোমার খোঁজে,
আসে আকাশ ফুঁড়ে।
তারই কাছে শেখা
আমার দু’চোখ বুজে,
হারানো অন্ধকারে
ভোরের আলোর রেখা।।
সোনালী আকাশ ঘিরে
দেখো রূপের আলোকচ্ছটা,
কে চায় তোমায় ফিরে
অক্লান্ত কার ছোটা।
কে তোমার হারানো দিন
তুমি কার মনের ব্যথা,
কে তোমার পরশমানিক
তুমি কার মনের কথা।
ভোরের আলোর রেখা
প্রথম তোমার খোঁজে
আসে আকাশ ফুঁড়ে।
তারই কাছে শেখা
আমার দুচোখ বুজে,
হারানো অন্ধকারে
ভোরের আলোর রেখা।
জনিতা চ্ উপনেতা চ্
এয়েস্তু বিদ্যা প্রয়াচ্চ্ছাতি।
অন্যদাতা ভায়াত্রাতা
পঞ্চাইতে পিতারাঃ স্তিথা।।