Song: Smritir Abhidhan
Singer: Jeriko Costa
Lyrics : Safkat Sherif Sadli
Smritir Abhidhan Lyrics in Bengali
আমার শুকনো হৃদয় কোষে
বইতে শুরু করেছে
এক নতুন উষ্ণ আমেজ,
বস করেছে অবশ শরীরে
আলতো হলুদ আলো,
অসহনশীল বাস্তব যন্ত্রণারা
আমার স্পর্শ পায়না।
আশাহীন আমার এই দেহে
ছায়াহীন হাতের ছোঁয়া,
বিচ্ছিন্ন হচ্ছে আমার
সব দুঃখ ছায়া।
আমি ঘুনে ধরা চোখে
শুধু আঁকছি তোমাকে,
চাইছি ধারণ করতে
তোমায় অভিনিবেশে।।
ডাকছি তোমাকে আমার
ক্ষীণ কথার সুরে,
রাখছি অদৃশ্য আমার লেখা গানের শব্দে।
চোখের নিচের কালো রঙে
আসছো তুমি বারেবার,
তুমি হয়তো চেনোনা আমায়
চেনে তোমার শাড়ির পাড়।
তবু ঘুনে ধরা চোখে
আমি আঁকছি তোমাকে,
চাইছি ধারণ করতে
তোমায় অভিনিবেশে।
আমি ঘুনে ধরা চোখে
শুধু আঁকছি তোমাকে,
চাইছি ধারণ করতে
তোমায় অভিনিবেশে।।