Likhe Rakha Kobita Lyrics in Bengali | লিখে রাখা কবিতা লিরিক্স

Song: Likhe Rakha Kobita
Singer: Sharot & Shahriar
Lyrics : Shahrin Shahriar

Likhe Rakha Kobita Lyrics in Bengali

ঢেকে রাখা
কান্নাগুলো আজ চোখ ভেজায়
কখনো কি
ফিরে পাবো তোমার লেখা
কবিতা..

যেখানেই আমাকে
খুঁজে যাও তোমার লেখায়
অজানা কোনো ব্যথায়,
হারিয়ে গেছো কেন তুমি
আমাকে হারানোর ব্যথায়,
কান্না গুলো সব
মুছে দিয়ে যাও।

গেয়ে যাওয়া গানগুলো
আলো ছড়ায়,
তোমার লেখা কবিতা কানে এসে
বলে যায়..

তোমাকে হারিয়ে
খুঁজে যাই আমার লেখায়
অজানা সীমানায়,
হারিয়ে গেছো কেন তুমি
আমাকে হারানোর ব্যথায় ?

কান্না গুলো সব
ঢেকে দিয়ে যাও, ও ও..

খুঁজে যাও তোমার লেখায়
অজানা কোনো ব্যথায়,
হারিয়ে গেছো কেন তুমি
আমাকে হারানোর ব্যথায়,
কান্না গুলো সব
মুছে দিয়ে যাও।

Share with your friends

Leave a Comment