Song: Dugga Ma
Singer: Arijit Singh
Music : Arindom
Lyrics : Priyo Chattopadhyay, Raja Chanda & Prasen
Dugga Ma Lyrics in Bengali
ঢাকে যেই পড়লো কাঠি
জমজমাটি আসরে,
হৈ চৈ মনটা নাচে
ঘন্টা তালে কাঁসরে।
ঢাকে যেই পড়লো কাঠি
জমজমাটি আসরে,
এলো মা দুগ্গা ঠাকুর,
আবার পুজোর আসরে।
আজ সিন দারুন রে,
কর না বারণ রে,
খুশির ঝলক, দেখো সবার মনে।
ডান্সিং দারুন রে, খুঁজো না কারন রে
নাচবো সবাই মিলে তোমার গানে..
মা গো দুগ্গা মা, একটু দেখো মা,
বলো জয় দুগ্গা মা,
আমাদের সঙ্গে থেকো মা।
দুম দুম দুম দুমা দুম আকাশ কুসুম
ইচ্ছের ফাটলো বুঝি অ্যাটম বোম,
লেগে পড়ি বারোয়ারী এ হুল্লোড়ে,
মনের আজ মাইনে বেশি মাথার কম।
আজ সিন দারুন রে,
করো না বারণ রে,
খুশির ঝলক, দেখো সবার মনে।
ডান্সিং দারুন রে, খুঁজো না কারন রে
নাচবো সবাই মিলে তোমার গানে ..
মা গো দুগ্গা মা, একটু দেখো মা,
বলো জয় দুগ্গা মা,
আমাদের সঙ্গে থেকো মা।