Song: Ghum Paranir Gaan
Singer: Arijit Singh
Ghum Paranir Gaan Lyrics in Bengali
রাতের পর হবে সকাল
চাঁদের ঠোঁট ছোঁবে কপাল,
সূর্য নাকি আসেনি গতকাল।
রাতের পর হবে সকাল
চাঁদের ঠোঁট ছোঁবে কপাল।
সকালের ঠিকানা খুঁজে পাবো
আকাশের ওপারে নিয়ে যাবো,
নিয়ে যাবো, চল তোকে
যেখানে আজ কাঁদেনি কেউ,
সেখানেই ..
রাতের পর হবে সকাল
চাঁদের ঠোঁট ছোঁবে কপাল,
সূর্য নাকি আসেনি গতকাল।
সারারাত খুলে রাখা জানলাতে
রূপকথারা আসে,
সকালের রোদের কথা চুপিচুপি
শোনাতে ভালোবাসে।
আমি থাকি পাশে পাশে
আমি থাকি পাশে পাশে,
শুনেছি কোনোদিন, কোনো দেশে
উঠেছে সূর্য ফের অবশেষে।
নিয়ে যাবো চল তোকে
যেখানে আজ কাঁদেনি কেউ,
সেখানেই ..
রাতের পর হবে সকাল
হুঁ.. চাঁদের ঠোঁট ছোঁবে কপাল,
সূর্য নাকি আসেনি গতকাল।