Song: Baba Howa Eto Soja Noy
Singer: Anindya Chattyopadhyay
Baba Howa Eto Soja Noy Lyrics in Bengali
ও ঘুমপাড়ানি মাসী,
হলে কি বনবাসী?
ও ঘুমপাড়ানি মাসী,
হলে কি বনবাসী?
দোহাই লাগে জাদুর চোখে
ঘুম দিয়ে যাও।
আমার পাগল পাগল লাগে
কে জানতো আগেভাগে?
হ্যাঁ পাগল পাগল লাগে
কে জানতো আগেভাগে?
আনন্দটা যেমন বড়
তেমনি ঝামেলাও!
দেখেও চাঁদের মুখ
আমার স্বর্গসুখ,
দেখেও চাঁদের মুখ
আমার স্বর্গসুখ,
সে স্বর্গ মাঝে এমন জ্বালা
কেমন করে রয়।
বাবা হওয়া এত সোজা নয়
বাবা হওয়া এত সোজা নয়,
যেমনটা মনে হয়
নারে এত সোজা নয়,
যেমনটা লোকে কয়
নারে এত সোজা নয়।।
আমি এই না ভাসি খুশির তোড়ে
এই না ভাসি কান্নায়,
এই না ভাসি খুশির তোড়ে
এই না ভাসি কান্নায়,
পরক্ষনেই যাই রে ভেসে
অন্যকিছুর বন্যায়।
ঘরে চলছে মহাযজ্ঞ
প্রত্যেকেই বিশেষজ্ঞ,
হ্যাঁ চলছে মহাযজ্ঞ
প্রত্যেকেই বিশেষজ্ঞ,
ওরে ধুন্ধুমার এ কান্ড দেখে
মনটা কেঁদে কয়।
বাবা হওয়া এত সোজা নয়
বাবা হওয়া এত সোজা নয়,
যেমনটা মনে হয়
নারে এত সোজা নয়,
যেমনটা লোকে কয়
নারে এত সোজা নয়।।
কত রং বেরঙের স্বপ্ন আমি
সাজাই মনের খামে,
রং বেরঙের স্বপ্ন আমি
সাজাই মনের খামে,
আদর করে ডাকি কত
বিচিত্র সব নামে।
অরে কোনটা যে ভাই ঠিক
আর কোনটা ভুলের দিক,
অরে কোনটা যে ভাই ঠিক
আর কোনটা ভুলের দিক,
সেই দ্বন্দে পড়ে বন্ধু আমার
মনটা কেঁদে কয়।
বাবা হওয়া এত সোজা নয়
বাবা হওয়া এত সোজা নয়,
যেমনটা মনে হয়
নারে এত সোজা নয়,
যেমনটা লোকে কয়
নারে এত সোজা নয়।।