Song: Ogo Abar Notun Kore
Singer: Srikanto Acharya
Ogo Abar Notun Kore Lyrics in Bengali
ওগো আবার নতুন করে
ভুলে যাওয়া নাম ধরে ডেকো না
হারানো স্বপন চোখে এঁকো না (x2)
ঝরা মালা বুকে তুলে নিয়ে
স্মৃতির সুরভী ঢেলে দিয়ে (x2)
ফাগুনের গান মনে রেখো না
হারানো স্বপন চোখে এঁকো না।
ওগো আবার নতুন করে
ভুলে যাওয়া নাম ধরে ডেকো না
হারানো স্বপন চোখে এঁকো না।
আবার মাধবীলতা,
বাতাসে চেয়ো না ওগো দোলাতে (x2)
যে ব্যাথা নিয়েছি মেনে
অকারণে এসো না তা ভোলাতে।
যে আশা হয়েছে ওগো মিছে,
শুধু আলেয়ার পিছে পিছে (x2)
সমব্যাথা দিয়ে তারে রেখো না
হারানো স্বপন চোখে একো না।
ওগো আবার নতুন করে
ভুলে যাওয়া নাম ধরে ডেকো না
হারানো স্বপন চোখে এঁকো না (x2)