Song: Keno Dure Thako
Singer: Srikanto Acharya
Keno Dure Thako Lyrics in Bengali
কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো
কে তুমি কে তুমি আমায় ডাকো ? (x2)
কেন দূরে থাকো ?
মনে হয় তবু বারে বারে
এই বুঝি এলে মোর দ্বারে (x2)
সে মধুর স্বপ্ন ভেঙ্গো নাকো
কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো
কে তুমি কে তুমি আমায় ডাকো ?
কেন দূরে থাকো ?
ভাবে মাধবী সুরভী তার বিলায়ে
যাবে মধুপের সুরে সুরে মিলায়ে (x2)
তোমারি ধ্যায়ানে ক্ষনে ক্ষনে
কত কথা জাগে মোর মনে (x2)
চোখে মোর ফাগুনের ছবিটি আঁকো
কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো
কে তুমি কে তুমি আমায় ডাকো
কেন দূরে থাকো ?