Song: Tomake Jotobari
Singer: Rupankar Bagchi
Tomake Jotobari Lyrics in Bengali
তোমাকে যতবারই বলতে গেছি
ততবার কান্না জমে চোখের কোণে,
তোমারই গান গেয়ে যাই যতবারই
ততবার সুর ভুলেছি আনমনে।
কেটে গেলো প্রহর তবু মুহূর্তরাই বাঁচে
স্বপ্ন যেটা ছিল ভেঙ্গে যাচ্ছে টুকরো কাঁচে,
আ আ ..
কেটে গেলো প্রহর তবু মুহূর্তরাই বাঁচে
স্বপ্ন যেটা ছিল ভেঙ্গে যাচ্ছে টুকরো কাঁচে,
কথা আমি লিখতে পারি সুর নেই গানে।
তোমাকে যতবারই বলতে গেছি
ততবার কান্না জমে চোখের কোণে,
তোমারই গান গেয়ে যাই যতবারই
ততবার সুর ভুলেছি আনমনে।
দিবানিশি হৃদয় ভাঙ্গে
আবার সাহস বাঁধি বুকে,
অহর্নিশি মনে, খেলা চলে সুখে অসুখে,
আ আ ..
দিবানিশি হৃদয় ভাঙ্গে
আবার সাহস বাঁধি বুকে,
অহর্নিশি মনে, খেলা চলে সুখে অসুখে,
এ জীবনযাপন আমার কেউ কি জানে?
তোমাকে যতবারই বলতে গেছি
ততবার কান্না জমে চোখের কোণে,
তোমারই গান গেয়ে যাই যতবারই
ততবার সুর ভুলেছি আনমনে।