Song: Ashey Maa Durga Shey
Singer: Rupankar Bagchi
Ashey Maa Durga Shey Lyrics in Bengali
মহালয়ার ঢাকের বোলে
ঘরে ফেরার গান,
পঞ্চমী রাত প্যান্ডেলে ভোর
ভোলায় অভিমান।
ষষ্ঠীতে মন মায়ের বোধন
ঘন্টা ছুটির বাজে,
থাকলে এলে সপ্তমীতে
কাজল কারো বাজে।
আসে মা দূর্গা সে, আসে মা দূর্গা সে।
সূরা সূরের সন্ধি চলে
ঢাকের বোলে প্রাণের তালে।
মহাঅষ্টমীর মহাঅঞ্জলী সুরের তালে বাধা
নবমীতে মন্ত্র ভুলে কৃষ্ণ খোঁজে রাধা,
দশমীতে সিঁদুর খেলায় লালের আহ্বান।
সকল কালো ঘুচিয়ে বাঁচুক জীবন জয়গান,
সকল কালো ঘুচিয়ে বাঁচুক জীবন জয়গান।
ছোট বড়ো যাই যে ভুলে
কানে দুলে কাশের ফুলে,
যার কাছে আজ কিচ্ছুটি নেই
থাকুক সেও পাশে, থাকুক সেও পাশে।
আসে মা দূর্গা সে, আসে মা দূর্গা সে..