Song: Lifestyle Pujo Anthem
Singer: Rupankar Bagchi
Lifestyle Pujo Anthem Lyrics in Bengali
আকাশ মেঘের কোন
উড়ু উড়ু মন,
প্যান্ডেলে ওই বাঁশের আওয়াজ
কান পেতে শোন।
আকাশ হবে ফ্রেম
সেলফি তে সব মেম,
আল্পনা আর রঙ্গীন আলোর
শহর জুড়ে প্রেম।
আজ ঘরে ফেরার ডাক
আজ নতুন জামার তাক,
মাতবে সবাই, নাচবে সবাই
বাজবে হাজার ঢাক।
স্টাইলে হবে শপিং, স্টাইলে আড্ডা ইপিং
অঞ্জলিটাও স্টাইল মেরে,
স্টাইলে প্যান্ডেল হপিং।
রাত জেগে ভোর বাড়ি
ঘুমের সঙ্গে আড়ি,
অষ্টমীর দুস্টুমীতে প্রেমের লুকোচুরি।
ফুচকার হ্যাচকা টান
রবি ঠাকুর, হিন্দি গান,
ক্যাপ বন্ধুক ফট ফটাফট
কচি-কাঁচার ফান।
আজ ঘরে ফেরার ডাক
আজ নতুন জামার তাক,
মাতবে সবাই, নাচবে সবাই
বাজবে হাজার ঢাক।
এ আনবে পুজোর স্মাইল
আমার লাইফ-স্টাইল,
পুজো প্রাণের পুজো আমার
পুজো আমার স্টাইল।