Song: Ami Khola Janala
Singer: Rupankar Bagchi
Ami Khola Janala Lyrics in Bengali
আমি খোলা জানালা
তুমি ওই দখিনা বাতাস
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ (x2)
উধাও সাগর তুমি অঢেল নীলে
আমি অস্তরাগ শেষ বিকেলে (x2)
তুমি কথা না রাখা নিরালা দুপুর
আমি বিমনা অবকাশ।
আমি খোলা জানালা
তুমি ওই দখিনা বাতাস
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।
শুধুই ছবি আমি ধুলোয় ঢাকা
তুমি চলমান সুর স্বপ্ন মাখা (x2)
তুমি কাছে না থাকা খেয়ালী সুদুর
আমি বিরহী ইতিহাস।
আমি খোলা জানালা
তুমি ওই দখিনা বাতাস
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।