Song: Tomar Tane Sara Belar Gaane
Singer: Rupankar Bagchi
Tomar Tane Sara Belar Gaane Lyrics in Bengali
তোমার টানে সারা বেলার গানে
ভোরের অন্তমিল নিশীথ জানে (x2)
তোমার টানে সারা বেলার গানে
নিষেধ মানবে দিবা নিশি হৃদয়
তোমার কান্না সেকি আমারও নয় (x2)
কালের হিসাব দেবে কোন সঞ্চয়
কি যন্ত্রনা পথিক প্রানে
তোমার টানে সারা বেলার গানে
তোমার সঙ্গে একা দেখে হবে
আমার সুজন তুমি কথা দেবে (x2)
ঝড়ের খোঁজে তুমি সঙ্গী হবে
তুমিই পাবে অধীর প্রানে
তোমার টানে সারা বেলার গানে
ভোরের অন্তমিল নিশীথ জানে
তোমার টানে সারা বেলার গানে