Song: Ami Tomar Chokher Kalo Chai
Singer: Rupam Islam
Ami Tomar Chokher Kalo Chai Lyrics in Bengali
আমি তোমার চোখের কালো চাই
তাই তোমার দিকে তাকাই
তুমি তাকাওনি আমার দিকে
তাই ধুসর বিকেল (x2)
কালো রাস্তাও রং হারায় ধুসর ধোঁয়ায়
কিছু শরীর কথা বলে যায়
কোনো গভীর রাতের ইশারায়
আমি একলা জেগে শয্যায়, শর-শয্যায়
মন ঘুমায় তোমার কোলে হায়
আমি তোমার হাতের ছোঁয়া চাই
আর আমার নির্লজ্জতাই
খোঁজে শুধু তোমার আবরণ,
এনে দাও শিহরণ
করি তোমাতে মৃত্যু নেশায়
আমি তোমার ভালোবাসা চাই
তাই তোমায় ভালোবেসে যাই
বল আমার এমন চাহিদায়
কি মন দেওয়া যায় ?
জীবন দেওয়া যায় ?
আমি তোমার ভালোবাসা চাই
তাই তোমায় ভালোবেসে যাই
বল আমার এমন চাহিদায়
কি মন দেওয়া যায় ?
জীবন দেওয়া যায় ?
হৃদয় দেওয়া যায় ?
শরীর দেওয়া যায় ?
না না না
আমি তোমায়, তোমার দেহকে
বিশ্বাস আর সন্দেহকে
খুঁজি হঠাত হঠতকারিতায়
চিনি না তোমায় (x2)
অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়