Song: Jiboner Mane
Singer: Raghab Chatterjee
Jiboner Mane Lyrics in Bengali
জীবনের মানে কেউ কি তা জানে
কখনও সে ভাটায়, কখনও উজানে,
জীবনের মানে কেউ কি তা জানে
কখনও সে ভাটায়, কখনও উজানে।
শুধু বয়ে যায়, কত ইশারায়
শুধু বয়ে যায়, কত ইশারায়
নিজের মতো হয়ে ভেসে যায় ..
জীবনের মানে কেউ কি তা জানে
কখনও সে ভাটায়, কখনও উজানে।।
কত সে বেদনায়, কিছু কিছু কথা
কত রঙে মন ভরাতে বাধা না মানে ..
না পাওয়ার বাসনায় স্মৃতি রয়ে যায়
ভুল করে কত কিছু ফিরে চলে যায়।
বাকি রয়ে যায়, জীবনের খাতায়
বাকি রয়ে যায়, জীবনের খাতায়
হিসাব কে রাখে মনের পাতায় ..
জীবনের মানে কেউ কি তা জানে
কখনও সে ভাটায়, কখনও উজানে।।
হুঁ.. চাওয়াতে পাওয়াতে মরি এ জীবনে
বুঝিনা কী আসল কী যে নকল ..
কি যে হারালাম কেউ কি তা জানে
মিছে তার হাহাকার এ মনই তা জানে।
সবই ফেলে হায় একা যেতে হয়
সবই ফেলে হায় একা যেতে হয়
হিসাব কে রাখে মনের পাতায় ..
জীবনের মানে কেউ কি তা জানে
কখনও সে ভাটায়, কখনও উজানে।।