Song: Dekhe ja, ja anirban
Singer: Nachiketa Chakraborty
Dekhe ja, ja anirban Lyrics in Bengali
দেখে যা, যা অনির্বান
কি সুখে রয়েছে প্রান (x2)
কি সুখে রয়েছি আমি
কি সুখে বেচেছি গান..
যা, যা অনির্বান
কি সুখে রয়েছে প্রান
সেদিনের মিটিঙের মাইক
সেদিনের কলেজের স্ট্রাইক
সেদিনের মাতাল পদক্ষেপ
বেঠিক সিদ্ধান্তের আক্ষেপ
আজকের এই মাপা পদচারন
সেদিনের কালের কাছে ম্লান..
দেখে যা, যা অনির্বান
কি সুখে রয়েছে প্রান (x2)
শ্রমিকের মুক্তির গান
কৃষকের হাতিয়ার শান
শ্রেনী হীন সমাজের স্বপ্ন
ঘৃনার প্রতিপালনেতে যত্ন
আজ তোর ঘামে
ভেজে যে পথের ধূলো
হয়তো সেথায় আমার হতো স্থান..
দেখে যা, যা অনির্বান
কি সুখে রয়েছে প্রান
দেখে যা, যা অনির্বান
কি সুখে রয়েছে প্রান
কি সুখে রয়েছি আমি
কি সুখে বেচেছি গান..
যা, যা অনির্বান
কি সুখে রয়েছে প্রান…