Song: Nijhum Sandhyay Pantha Pakhira
Singer: Lata Mangeshkar
Nijhum Sandhyay Pantha Pakhira Lyrics in Bengali
নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা
বুঝিবা পথ ভুলে যায়।
নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা
বুঝিবা পথ ভুলে যায়।
কুলায় যেতে যেতে
কি যেন কাকলী
আমারে দিয়ে যেতে চায়।
নিঝুম সন্ধ্যায় ..
দূর পাহাড়ের উদাস মেঘের দেশে
ওই গোধূলির রঙিন সোহাগ মেশে,
বনের মর্মরে বাতাস চুপিচুপি
কি বাঁশী ফেলে রাখে হায়..
নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা
বুঝিবা পথ ভুলে যায়,
নিঝুম সন্ধ্যায় ..
কোন অপরূপ অরূপ রূপের রাগে
সুর হয়ে রয় আমার গানের আগে,
স্বপন কথাকলি ফোটে কি ফোটে না
সুরভি তবু আঁখি ছায়..
নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা
বুঝিবা পথ ভুলে যায়,
কুলায় যেতে যেতে, কি যেন কাকলী
আমারে দিয়ে যেতে চায়,
নিঝুম সন্ধ্যায়। …