Song: Ja Re Jare Ure Ja Re Pakhi
Singer: Lata Mangeshkar
Ja Re Jare Ure Ja Re Pakhi Lyrics in Bengali
যা রে..
যা রে যারে উড়ে যা রে পাখি
ফুরালো প্রানের মেলা,
শেষ হয়ে এলো বেলা
আর কেন মিছে তোরে বেঁধে রাখি
যা রে..
আকাশে আকাশে ফিরে,
যাবি রে আপন নীড়ে
শ্যামলও মাটির বন-ছায় (x2)
শুধু, মনে মনে তোরে ডাকি
চাহিনা খেলিতে খেলা,
শেষ হয়ে এলো বেলা
আর কেন মিছে তোরে বেঁধে রাখি
যা রে..
আমারই স্বপন হয়ে,
কত কি যে গেছো কয়ে
হৃদয় পিঞ্জরে বসিয়া (x2)
জানি সবই রয়ে গেল বাকি
এবারে ভাসাবো ভেলা,
শেষ হয়ে এলো বেলা
আর কেন মিছে তোরে বেঁধে রাখি
যা রে..