Song: Tumi Elena Keno Elenakte
Singer: Kumar Sanu
Tumi Jodi Thakte Lyrics in Bengali
তুমি এলেনা.. কেন এলেনা..
ভাঙ্গা ভাঙ্গা মন আমার কি পেলো।
তুমি এলেনা .. কেন এলেনা ..
ভাঙ্গা ভাঙ্গা মন আমার কি পেলো।
এই শ্রাবণের সন্ধা বেলায়,
এই শ্রাবণের সন্ধা বেলায়।
তুমি এলেনা .. কেন এলেনা ..
ঝিরি ঝিরি বৃষ্টি ধারাতে
তুমি এসে পাশে যে দাঁড়াতে হে হে,
ঝিরি ঝিরি বৃষ্টি ধারাতে
তুমি এসে পাশে যে দাঁড়াতে।
চমকাতো বিজলী, কালো মেঘে তাই
তাকে তুমি, ভুলে গেলে কি হলো।
এই শ্রাবণের সন্ধা বেলায়,
এই শ্রাবণের সন্ধা বেলায়
তুমি এলেনা .. কেনো এলেনা ..
আজো আছে সেই সে বরষা
মনে শুধু নেই সে ভরসা হা হা,
আজো আছে সেই সে বরষা
মনে শুধু নেই সে ভরসা।
কোথায় সে স্বপ্ন, খুঁজে বলো পাই
কথা দিয়ে, রাখলেনা কি হলো।
এই শ্রাবণের সন্ধা বেলায়,
এই শ্রাবণের সন্ধা বেলায়
তুমি এলে না.. কেনো এলে না..
ভাঙা ভাঙা মন আমার কি পেলো
এই শ্রাবণের সন্ধা বেলায়,
এই শ্রাবণের সন্ধা বেলায়,
তুমি এলেনা.. কেনো এলে না…