Song: Amar Swapno Tumi
Singer: Kishore Kumar & Asha Bhosle
Amar Swapno Tumi Lyrics in Bengali
আমার স্বপ্ন তুমি,
ওগো চিরদিনের সাথী (x2)
তুমি সূর্য ওঠা ভোর আমার,
আর তারায় ভরা রাতি (x2)
আমার স্বপ্ন তুমি,
ওগো চিরদিনের সাথী।
আমি তোমার ছায়া,
তোমার আকাশ নীলে আমি,
স্নিগ্ধ মেঘের মায়া।
তোমায় কাছে পেয়ে,
পৃথিবী তে কে আর সুখী,
বলো আমার চেয়ে ? (x2)
তোমায় কাছে পেয়ে
হাতের আড়াল দিয়ে বাঁচাও,
ঝড়ের মুখে বাতি।
আমার স্বপ্ন তুমি,
ওগো চিরদিনের সাথী।
তুমি সূর্য ওঠা ভোর আমার,
আর তারায় ভরা রাতি।
আমার স্বপ্ন তুমি,
ওগো চিরদিনের সাথী।
তুমি ছেড়োনা হাত পথে,
যদি আঁধার আসেই নেমে
গ্রহণ যত করো আমায়,
ততোই বাঁধো প্রেমে। (x2)
পাশেই আমার থাকো,
জীবন টাকে শান্তি দিয়ে,
সবুজ করে রাখো
পাশেই আমার থাকো
তোমার পূজার দুঃখ সুখের,
প্রেমের মালা গাঁথি।
আমার স্বপ্ন তুমি,
ওগো চিরদিনের সাথী।
তুমি সূর্য ওঠা ভোর আমার,
আর তারায় ভরা রাতি।