Song: Megheri Khame
Singer: Imran Mahmudul And Atiya Anishaa
Megheri Khame Lyrics in Bengali
কতশত অনুভবে, আবদারে
তোর হাসিতে গল্প লিখি বারেবারে।
কতশত অনুভবে, আবদারে
তোর হাসিতে গল্প লিখি বারেবারে।
ছিল যত শূণ্যতা, পেয়েছে আজ পূর্ণতা,
তোরই মাঝে হয়ে গেছি নিলাম..
মেঘের খামে, রোদের শিরনামে
ভালোবাসি তোকে জানিয়ে দিলাম।
ভাসি চল, আকাশের, ঐ নীলিমায়
ইচ্ছেরই ডানা মেলে।
আজ মন, তোর সাথে, হারাতে চায়
রংধনুর ঐ মিছিলে।
মিষ্টি কিছু বলে, আঙুল রেখে আঙুলে
তোরই পাশে থাকতে এলাম ..
মেঘেরই খামে, রোদেরই শিরনামে
ভালোবাসি তোকে জানিয়ে দিলাম।
উড়ি চল সুখেরই নীল জোছনায়
স্বপ্নেরই রাত্রি ছুঁয়ে।
দুটি চোখ তোর গায়ে জড়াতে চায়
আবেগে বিভোর হয়ে।
বৃষ্টি সিঁড়ি বেয়ে, হৃদয় রেখে হৃদয়ে
তোরই ছবি আঁকতে এলাম।
মেঘের খামে, রোদের শিরনামে
ভালোবাসি তোকে, জানিয়ে দিলাম।