Song: Har Keno Mene Nebo
Singer: Imran Mahmudul & Ruksana Nila
Megher Daanay Lyrics in Bengali
হাল কেন ছেড়ে দেবো ?
ঠিক দেখো খুঁজে নেবো। (x2)
যে টুকু চাই মন থেকে চাই ,
হার কেন মেনে নেবো ? (x2)
যে ফিরে যাবে কি আর পাবে
ফেরার নেই তো সাথ
যদি পথে থাকি দেখা হবে নাকি
চোখের এতনেই বাথ
দিনে রোদ হবো, রাতে চাঁদ হবো
হার কেন মানবো ?
হাল কেন ছেড়ে দেবো ?
ঠিক দেখো খুঁজে নেবো। (x2)
খুব কম আলো সেও লাগে ভালো
এর নাম অনুভব
খুলি জানালা কে, আশা জেগে থাকে
ঠিক হয়ে যাবে সব
জানি ভোর হবে, যদি জল ছোঁবে
হার কেন মানবো ?
হাল কেন ছেড়ে দেবো ?
ঠিক দেখো খুঁজে নেবো। (x2)
যে টুকু চাই মন থেকে চাই ,
হার কেন মেনে নেবো ? (x2)