E Jibone Jare Cheyechi Lyrics in Bengali |এ জীবনে যারে চেয়েছি লিরিক্স

Song: E Jibone Jare Cheyechi
Singer: Imran Mahmudul

E Jibone Jare Cheyechi Lyrics in Bengali

এ জীবনে যারে চেয়েছি
আজ আমি তারে পেয়েছি
তুমি আমার সেই তুমি আমার
তোমারে খুঁজে পেয়েছি (x2)
এ জীবনে যারে চেয়েছি
আজ আমি তারে পেয়েছি

তুমি ছিলেনা ছিলনা আশা
তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা (x2)
ফুটালে আমার মুখে সুখের ভাষা
ও..ও..ও..ও..
এ জীবনে যারে চেয়েছি
আজ আমি তারে পেয়েছি
তুমি আমার সেই তুমি আমার
তোমারে খুঁজে পেয়েছি
এ জীবনে যারে চেয়েছি
আজ আমি তারে পেয়েছি

তুমি নয়নে নয়নে শুধু
প্রাণের প্রিয় তুমি রাঙ্গা বধু (x2)
করেছো আমায় ওগো এ কোন যাদু
ও..ও..ও..ও..

এ জীবনে যারে চেয়েছি
আজ আমি তারে পেয়েছি
তুমি আমার সেই তুমি আমার
তোমারে খুঁজে পেয়েছি
এ জীবনে যারে চেয়েছি
আজ আমি তারে পেয়েছি

Share with your friends

Leave a Comment