Song: Kichu Shwapno
Singer: Hridoy Khan & Sabrina Porshi
Kichu Shwapno Lyrics in Bengali
কিছু স্বপ্ন, পায়না পথের ঠিকানা
কিছু আঁধার, ছুঁয়ে সে সীমানা,
ছুটেছি যে পথে আমি
জানিনা তার শেষ কোথায়।
আলো আঁধার খেলা করে
স্বপনেরই সেই ঠিকানায়,
তবু কিছু, আশা রেখেছি যত্ন করে
কিছু স্বপন, রেখেছি আমি মুঠো ভরে।
কাঁটার সাথে করেছি সন্ধি আমি
কখনো ছুঁয়োনা সেই সীমানা,
একই সইবো আমি।
ব্যথার পাহাড় এখানে
থাকে বইবো আমি,
কখনো খুঁজোনা সেই ঠিকানা
একাকী রইবো আমি।
চলার পথে ক্লান্ত হলে
ছায়া হয়ে রবো তোমার,
দুঃখ শোকের দীর্ঘ রাতে
ছুঁয়ে যাবো এই হৃদয়।
তোমার তবু আমি
যেতে চাই হেঁটে একলা পথে,
চাই না তোমায়
ছুঁয়ে যাক দুঃখ শত।
তবু কিছু, আশা রেখো তুমি যত্ন করে
কিছু স্বপন, রেখো তুমি আমায় ঘিরে।