Song: Bhalo Lage Na
Singer: Hridoy Khan
Ami Sahebo Noi Golamo Noi Holo Lyrics in Bengali
এমন কেনো খেলো আমায় নিয়ে,
পেয়ে হারাবার ব্যাথা যাও কেনো দিয়ে
জীবন যেন খেলছে নিঠুর খেলা
ভালোবাসা যায় ডেকে অবহেলায়, হায়।
কেনো এভাবে কাদাও,
যেনো, ভালোবাসা কোনো
হাসি খেলা পুরোনো, ভালো লাগে না (x2)
অবেলায় না বলা, আবেগে জড়িয়ে
এ মনে এঁকেছি কত ডেকেছি যে, তোমায়
অসহায় এ ভাষা গেছে যে হারিয়ে
বুঝো কি সে কথা,
না বলা ব্যাথা সেই, আমার
অবহেলার এ চাদরে, ভালোবাসার আদর
রেখেছ যে আড়াল করে, কেনো ..
কেনো এভাবে কাঁদাও
যেনো, ভালোবাসা কোনো
হাসি খেলা পুরোনো, ভালো লাগে না (x2)
যে ভুলে গেছ যে, আমাকে ভুলে
সে ভুল বুঝবেই আমাকে খুঁজবেই আবার
যে মায়ার ছায়াতে, ঘিরে যে ছিলে
সে মায় টানবেই, ফিরিয়ে আনবেই, তোমায়
অবহেলার এ চাদরে, ভালোবাসার আদর..
রেখেছ যে আড়াল করে, কেন..
এমন কেনো খেলো আমায় নিয়ে
পেয়ে হারাবার ব্যাথা যাও কেনো দিয়ে
জীবন যেন খেলছে নিঠুর খেলা
ভালোবাসা যায় ঢেকে অবহেলায়, হায়
কেনো এভাবে কাদাও
যেনো, ভালোবাসা কোনো
হাঁসি খেলা পুরোনো, ভালো লাগে না (x2)