Ami Jamini Tumi Sashi Lyrics(আমি যামিনী তুমি শশী) | Srikanto Acharya

Ami Jamini Tumi Sashi Lyrics: Srikanto Acharya

আমি যামিনী, তুমি শশী হে,
ভাতিছ গগন মাঝে
আমি যামিনী, তুমি শশী হে,
ভাতিছ গগন মাঝে
মম সরসীতে তব উজল প্রভা
বিম্বিত যেন লাজে
আমি যামিনী, তুমি শশী হে,
ভাতিছ গগন মাঝে

তোমায় হেরিগো স্বপনে
শয়নে তাম্বুর রাঙা
বয়ানে
তব তাম্বুর রাঙা বয়ানে
মরি অপরূপ রূপ মাধুরী
মরি অপরূপ রূপ মাধুরী,
বসন্ত-সম বিরাজে
আমি যামিনী, তুমি শশী হে,
ভাতিছ গগন মাঝে

তুমি যে শিশির বিন্ধু
মম কুমুদের বক্ষে
না হেরিলে ওগো তোমারে
তমসা ঘনায় চক্ষে
তুমি যে শিশির বিন্ধু
মম কুমুদের বক্ষে
না হেরিলে ওগো তোমারে
তমসা ঘনায় চক্ষে
তুমি অগণিত তারা গগনে,
প্রাণবায়ু মম জীবনে
তুমি প্রাণবায়ু মম
জীবনে
তব নামে মম প্রেম মুরলী
তব নামে মম প্রেম মুরলী
পরাণের গোঠে বাজে

আমি যামিনী, তুমি শশী হে,
ভাতিছ গগন মাঝে
মম সরসীতে তব উজল প্রভা
বিম্বিত যেন লাজে
আমি যামিনী, তুমি শশী হে,
ভাতিছ গগন মাঝে।

Share with your friends

Leave a Comment